Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। জরুরী বিভাগ ২৪ ঘন্টা চিকিৎসা সেবা প্রদান করা হয়।

২। বহিঃ বিভাগ (শুক্রবার ও সরকারী ছুটি ব্যাতিত) সকাল ৮.০০- ২.৩০ ঘটিকা পয´ন্ত বহিরাগত   

   রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপত্রের মাধ্যমে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

৩। আইএমসি কণা´র এ ৫বছরের নীচে অসুস্থ শিশুর সমন্বিত চিকিৎসা প্রদান করা হয়।

৪। অন্তঃবিভাগে রোগী ভতি´র মাধ্যমে বিনামূল্যে সাব´ক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হয়।

৫। ল্যাবরেটরিতে রক্ত, মল, মূত্র, কফ ও অন্যা্ন্য পরীক্ষা বিনামূল্যে করা হয়।

৬। সরকার নিধা´রিত ফি এর বিনিময়ে এক্স-রে ও ইসিজি করার সুব্যবস্থা আছে।

৭। দন্ত চিকিৎসার ব্যবস্থা চালু আছে।

৮। উন্নত চিকিৎসার প্রয়োজনে রোগীদের পরিবহনের জন্য এ্যাম্বুলেন্স ২৪ ঘন্টা প্রস্তুত রাখা হয়।

৯। গভ´বতী মায়েদের সেবা প্রদান করা হয়।

১০। ডেলীভারীর সুব্যবস্থা আছে।

১১। প্রতি রবি ও বুধবার মহিলা ও শিশুদের টিকা প্রদান করা হয়।

১২। মাঠ- পযা´য়েও ইপি আই টিকা প্রদান সফলভাবে চালু আছে।

১৩। কুষ্ঠ ও যক্ষা নিয়ন্ত্রনের ব্যবস্থা চালু আছে।

১৪। নিয়মিত স্বাস্থ্য শিক্ষা প্রদান করা হয়।

১৫। মোবাইল ফোনের মাধ্যমেও চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক পরামশ´ প্রদান করা হয়। ফোন নং  

    ০১৭৩০৩২৪৫৫৬